নোয়াখালীতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্ভীকের মোড়ক উন্মোচন করেছেন আইজিপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা গ্রন্থ ও মুক্তিযুদ্ধ ভাস্কর্য নির্ভীকের মোড়ক উন্মোচন এবং জেলা পুলিশের তিনটি ভবন উদ্বোধন করেছে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক ড. বেনজীর আহমেদ।
”মুক্তিযুদ্ধে পুলিশ নোয়াখালী জেলা” গ্রন্থের মোড়ক উন্মোচন ও পুলিশ লাইন্সে স্থাপিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য ” নির্ভিক” এবং নোয়াখালী জেলা পুলিশের তিনটি নব-নির্মিত ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। স্বাস্থ্যবিধি অনুসরন করে পুলিশ লাইন্সে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। নব-নির্মিত তিনটি ভবন হচ্ছে প্রতিটি ৪ তলা বিশিষ্ট সুধারাম মডেল থানা, সোনাপুর পুলিশ ফাঁড়ি ও নারী পুলিশ ব্যারাক।