নোয়াখালীতে বিএনপি নেতা হত্যার ঘটনায় দু’জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মোল্লার হত্যার ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোহাগ ও মিলন নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
দুপুরে ১২টায় নোয়াখালী সদর হাসপাতালে নিহত হারুন মোল্লার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়। বেলা ২টায় নিজ বাড়ি মাইজচর গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকান্ড উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। হত্যার সাথে জড়িত বাকীদের আটক করতে নোয়াখালী ও পাশ্ববর্তী লক্ষীপুর জেলাসহ বিভিন্ন স্থানে কয়েকটি টিমে ভাগ হয়ে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।























