নোয়াখালী হাতিয়ার বয়ারচর এলাকায় র্যাবের অভিযানে বাবলু ও আনোয়ার হোসেন নামের দু’জনকে গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর এলাকায় অভিযান চালিয়ে বাবলু ও আনোয়ার হোসেন নামের দু’জনকে গ্রেপ্তার করেছে রেব।
রেবের স্পেশাল কোম্পানি কমান্ডার জসিম উদ্দীন চৌধুরী জানান, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে রের-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ও সিপিসি-৩ লক্ষ্মীপুর প্রথমে হাতিয়ার বয়ারচরে অভিযান চালায়। এসময় পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ বাবুল ও আনোয়ারকে গ্রেপ্তার করে তারা। পরে তাদের দেওয়া তথ্যমতে লক্ষ্মীপুর জেলার রামগতি বাজারের রায়হান ওয়ার্কশপে অভিযান চালানো হয়। ওয়ার্কশপের একটি কক্ষ তারা অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে। এসময় ওই কক্ষ থেকে থেকে তিনটি এক নলা বন্দুক, দু’টি এলজি, একটি বন্দুকের গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয় ।