নোয়াখালী সোনাইমুড়ী থেকে ২৭টি দেশীয় অস্ত্রসহ দু’জন আটক

- আপডেট সময় : ০৬:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
নোয়াখালী সোনাইমুড়ীর নদোনা এলাকা থেকে ২৭টি দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে সোনাইমুড়ীর উপজেলার নদোনা ইউনিয়ন উত্তর শাকতলায় বস্তায় মোড়ানো ৩টি দেশীয় বন্দুক, ১টি ১২ বোর কার্তুজ, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৯টি কিরিচ, ২টি ছুরি, ৭টি রামদাসহ ২৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ । এ সময় একাধিক মামলার আসামী জাবেদ ও মোঃ সাব্বিরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টা ও পুলিশের গাড়ী ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে, কুষ্টিয়ার খোকসায় সাজাপ্রাপ্ত আসামী উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর গ্রামে অভিযান চালিয়ে বাড়ির পাশে মাটি খুড়ে ৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ সময় সাজাপ্রাপ্ত আসামী উজ্জল ও তার সহযোগী আলামিনকে গ্রেফতার করা হয়।