নেত্রকোনায় রাতের আঁধারে আগুন দিয়ে মাজার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
নেত্রকোনার পূর্বধলায় মাদক সেবনে নিষেধ করায় রাতের আঁধারে আগুন দিয়ে মাজার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মধ্যরাতে উপজেলার বৈরাটী ইউনিয়নের আলমপুর বটতলা গ্রামের আবুচান ক্বারীর মাজারে এই ঘটনা ঘটে। এতে টিনের তৈরী তিনতলাসহ দুটি ঘর, ঘরে থাকা কোরআন শরীফ ও সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, উপজেলার আবুচান ক্বারীর মাজারে রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পরে মুহুর্তেই চারদিকে আগুন ছড়িয়ে কোরআন শরীফসহ দুটি ঘরে থাকা সবকিছু পুড়ে যায়। আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।