নেত্রকোনায় ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক কৃষক মারা গেছেন।
পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামে কৃষক আবুল কাসেমের সাথে ধান মাড়াই নিয়ে প্রতিবেশী কৃষক আব্দুল লতিফের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে কৃষক আবুল কাসেম গুরুতর আহত হন। স্বজনরা তাকে মদন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।