নেত্রকোনায় গৃহকর্মী মারুফা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
নেত্রকোনায় আলোচিত গৃহকর্মী মারুফা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
সকাল ১১টায় মোহনগঞ্জ সমিতির আয়োজনে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি মোঃ ইকবাল হুসেন, মারুফার মা আকলিমা আক্তার এবং মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সময় গৃহকর্মী মারুফা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা। গত ৯ মে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাঞ্চনের বাড়ীতে গৃহকর্মী মারুফার রহস্যজনক মৃত্যু হয়।




















