নেত্রকোনায় অপহৃত শিশু উদ্ধারসহ অপহরণকারী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নেত্রকোনায় অপহৃত শিশু উদ্ধারসহ অপহরণকারী গৃহকর্মীকে আটক করেছে পুলিশ। অপহরণের ২৪ ঘন্টা পর সিলেট থেকে সে আটক হয়।
মঙ্গলবার রাতে নেত্রকোনা মডেল থানার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান- ৪ এপ্রিল সন্ধ্যায় পূজার মা দোকানে গেলে সে সুযোগে পুজাকে অপহরণ করে নিয়ে যায় গৃহকর্মী। তাৎক্ষণিকভাবে পুজা ও রিনাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরদিন ৫ এপ্রিল স্থানীয় থানায় দায়ের হয় অপহরণ মামলা। রিনা আক্তারকে সিলেট কোতোয়ালি থানাধীন আখালিয়া পূর্বাসাজি কলোনির এক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা শিশু পুজাকেও উদ্ধার করে পুলিশ।