নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দাসহ ১০ উপজেলায় বন্যা দেখা দিয়েছে

- আপডেট সময় : ০৫:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দাসহ ১০ উপজেলায় বন্যা দেখা দিয়েছে।প্রায় লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে । অনেকেই উঠেছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। তবে, কলমাকান্দা আশ্রয় কেন্দ্র ছাড়া আর কোথাও ত্রাণ বিতরণের খবর পাওয়া যায়নি। এদিকে, করোনা দুযোর্গের মাঝে বন্যায় দিশেহারা হয়ে পড়েছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১৩ গ্রামের হাজারো মানুষ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় পাঁচ শতাধিক পরিবার।
নেত্রকোনায় দ্বিতীয় বারের বন্যায় জেলার ১০ উপজেলা প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক পরিবার।
ঘরের ভেতর পানি থাকায় অনেকেই শিশুদের নিয়ে সড়কে আশ্রয় নিয়েছে। অনাহারে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।
নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেনীর ফুলগাজীতে বাঁধের সাত জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। ১৩টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে গ্রামের পাঁচ শতাধিক ঘর-বাড়ি। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের নামে নিম্নমানের কাজ হয়। ত্রাণ নয়, টেকসই বাঁধ চান তারা।
বাধঁ নির্মানে মন্ত্রনালয়ে নতুন প্রস্তাবনা দেয়া হবে বলে জানান, এই কর্মকর্তা।
জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যাক্রম জোরদার করা হয়েছে।
প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে জানান, তিনি।