নেত্রকোনার পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৭৫০ বার পড়া হয়েছে
নেত্রকোনার আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার সুতারপুর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
আটপাড়া থানার ওসি জানান, গতকাল দুপুরে মাদ্রাসার পাশে একটি পুকুরে গোসল করতে যায় তারা। এসময় সাঁতার না জানায় পানিতে ডুবে যায় দু’জন।অনেক খোঁজাখুঁজির পরও তাদেরকে পাওয়া যায়নি। পরে গেল রাতে পুকুরের পানিতে ভাসতে দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে। নিহত দু’জনই আটপাড়া স্বরমুশিয়া ইউনিয়নের সুতারপুর মাদ্রাসায় পড়ালেখা করত।



























