নেত্রকোনা কুড়িগ্রাম ও ময়মনসিংহে ৪ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নেত্রকোনা, কুড়িগ্রাম ও ময়মনসিংহে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোনায় পৃথক স্থান থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতে পূর্বধলার কাজলায় আত্মহত্যা করেন জজ মিয়া। স্থানীয় একটি কলেজ ভবনে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে জেলার দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের মাইজপাড়ায় নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের ৫ ঘণ্টা পর কুড়িগ্রামের রৌমারীতে পরিত্যক্ত বাড়ি থেকে ৩ বছরের শিশু শফিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে, ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের বিলাইঝুরি খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।























