নেত্রকোনা ও মাদারীপুরে গৃহবধূসহ দু’জনের মরদেহ উদ্ধার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
নেত্রকোনা ও মাদারীপুরের কালকিনিতে গৃহবধূসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোনায় পপি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোরে বাড়ির সামনে পপি আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে।
মাদারীপুরের কালকিনিতে পালরদী নদী থেকে মো: মিন্টু হাওলাদার নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ভূক্তভোগী পরিবার ও পুলিশ জানায় , মিন্টু হাওলাদার শনিবার দুপুরে পালরদী নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা হলেও বাড়িতে আর ফিরে আসেননি তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

 
																			 
																		























