নেত্রকোনা ও নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
নেত্রকোনা ও নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান পৌর সদরের খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান সংগ্রহ শুরু করেন। এর আগে পৌর সদরের বারহাট্টা রোড এলাকায় জেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে নওগাঁ, বগুড়া, দিনাজপুরসহ ৯টি জেলায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বোরো ধান ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। খাদ্যমন্ত্রীসাধন চন্দ্র মজুমদার আরো বলেন- কৃষককে ন্যায্য মূল্যে দিতেই সরকার ২৭ টাকা কেজি দরে সাড়ে ৬ লাখ মেট্রিকটন ধান ও ৪০ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল ও ৩৯ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চালের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।