নেত্রকোণায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
নেত্রকোণায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।
সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তারের সভাপতিত্বে কৃষকদের হাতে কম্বাইন্ড হারভেস্টারের চাবি হস্তান্তর করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। এবছর নেত্রকোণায় মোট ৮টি কম্বাইন্ড হারভেস্টার ভর্তুকি মূল্যে কৃষকদের আবেদনের প্রেক্ষিতে বিতরণ করা হচ্ছে।























