নেত্রকোণা দুর্গাপুরে অনির্দিষ্টকালের জন্য সকল দোকান বন্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ভেজাবালু পরিবহন করে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী করার প্রতিবাদে নেত্রকোণা দুর্গাপুরের অনির্দিষ্টকালের জন্য সকল দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
সকাল থেকে ঔষধের দোকান ছাড়া সকর প্রকার দোকান বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে দুর্গাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে ভেজাবালু পরিবহন করায় দোকানের সামনে কাঁদা জমে স্তুপে পরিণত হয়। সারাদিন বালু পরিবহনে হাজার হাজার ট্রাক ও লরির দীর্ঘক্ষণের যানজটের ফলে ব্যবসা পরিচালনা করতে পারছেন না ব্যবসায়ীরা। বিভিন্ন সময় প্রশাসনে জানানো হলেও কোন প্রতিকার ও সুফল না পাওয়ায় ব্যবসায়ীরা অনিদিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ ঘোষনা করেছে।