নেতিবাচক রাজনীতির কারণে ছিটকে পড়ছে বিএনপি : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতার রাজনীতিতে আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে ভাবতে পারছে না মানুষ। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে রোববার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির রাজনীতি ও কর্মসূচিতে বিরোধী দল হিসেবে জনগণের আশা-আকাংখার প্রতিফলন নেই।
দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ পরিবর্তন চায়, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, অগণতান্ত্রিক নয়, জনগণ চায় বিএনপি স্বীকৃত ও সাংবিধানিক পথেই ক্ষমতায় আসুক।