নেইমারকে দলে ভেড়াতে ব্যর্থ হলেও আরো একবার চেষ্টা শুরু করেছে বার্সেলোনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
গেলো মৌসুমে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভেড়াতে ব্যর্থ হলেও আরো একবার চেষ্টা শুরু করেছে বার্সেলোনা। নেইমার বার্সায় ফিরলে সেটা হবে দারুণ ব্যাপার, বলছেন কাতালানদের হেডকোচ কিকে সেতিয়েন।
নেইমারের বর্তমান পারফরমেন্স বিবেচনায় তাকে বার্সায় ফিরিয়ে আনা সঠিক সিদ্ধান্ত হবে কিনা, তা নিয়ে চলছে বিতর্ক। তবে এবছরই দলটার দায়িত্ব নেয়া সেতিয়েন মনে করেন, মেসি-সুয়ারেজদের সাথে নেইমারকে পাওয়া গেলে অবশ্যই সেটা দলের জন্য হবে ইতিবাচক। কাতালান জায়ান্টদের সাম্প্রতিক পারফরমেন্স নিয়েও কথা বলেছেন কোচ। পারফরমেন্সে উন্নতি করতে না পারলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব না– লিওনেল মেসির এমন মন্তব্যের সাথে একমত বার্সা বস।