নূর’রা বেঁচে আছে বলেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৭০৮ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডাকসুর ভিপি নূর’রা বেঁচে আছে বলেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র নেই, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিল এবং ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, স্বাধীনভাবে কিছু বললেই গ্রেফতার, নির্যাতন, গুম ও খুন করা হয়। সরকারের স্বৈরাচারী আচরণ এখন সারাদেশের সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষাঙ্গনেও ছড়িয়ে পড়েছে। সারাদেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পাশাপাশি কথিত মুক্তিযুদ্ধ মঞ্চ বানিয়ে হামলা-নির্যাতন ও হত্যাকাণ্ড চালাচ্ছে।






















