নূর নাহার বেগমের রুহের মাগফিরাত কামনায় এসএটিভি’র প্রধান কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের সহধর্মীনী এবং এসএ পরিবহনের চেয়ারম্যান ও এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নূর নাহার বেগমের রুহের মাগফিরাত কামনায় এসএটিভির প্রধান কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এসএটিভি আয়োজিত এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এসএটিভির নিউজ, প্রোগ্রাম বিভাগসহ সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা মহিয়সী এই নারীর মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। নুর নাহার বেগমের ঢাকায় দু’দফা ও নোয়াখালীতে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। নোয়াখালীর সোনাইমুড়ীর আমিরাবাদের বটখিল গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। প্রায় দেড় বছর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থেকে গেলো রোববার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমান নূর নাহার বেগম।