নীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

- আপডেট সময় : ০৬:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
প্রায় এক দশক পর অনুষ্ঠিত হলো নীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন।
উপজেলা জাতীয় পার্টি কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল। সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট এন কে আলম চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের রংপুর মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসির, কেন্দ্রীয় জাপা সদস্য অবসরপ্রাপ্ত লে. কর্ণেল মোহাম্মদ তসলিম উদ্দীনসহ স্থানীয় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিকেলে ২২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাইদার রহমান বুলু। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল।