নীলফামারীতে অবাধে বিক্রি হচ্ছে নিম্নমানের এনার্জি লাইট

- আপডেট সময় : ০৫:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নীলফামারী শহর ও উপজেলাগুলোর হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিম্নমানের বিভিন্ন কোম্পানির এনার্জি লাইট। দামে সস্তা হওয়ায় অনেকেই কিনছেন এসব লাইট। তবে টিকছে না দু’দিনও। বিদ্যুৎ বিভাগ বলছে এটি এক ধরনের প্রতারণা।শহরের বিভিন্ন এলাকায় ও হাটবাজারে ৫০ থেকে ১০০ টাকা জোড়া বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এসব এনার্জি লাইট।
বিক্রির সময় কম ওয়াট, বিদ্যুৎ সাশ্রয়ী এবং বিভিন্ন মেয়াদে ওয়ারেন্টি দিয়ে বিক্রি করা হলেও আদতে দুই একদিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে এসব লাইট।স্থানীয় ব্যবসায়ীরা বলছেন,অল্প দামেনিম্নমানের এসব লাইট বিক্রি কিনে বিড়ম্বনা এবং প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ আর যারা হাট বাজারে সরাসরি বিক্রি করছেন তাদের দাবী, লাইট নষ্ট হলে পূনরায় ফেরত দেয়া হয়।
বিদ্যুৎ বিভাগ বলছে কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া গুনগত মানহীন এসব লাইট কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা।নিয়ম না মেনে এসব লাইট বিক্রি বন্ধে প্রশাসনের নজরদারি চান জেলাবাসী।