নিয়মিত আদালত চালুর দাবিতে কুড়িগ্রামে আইনজীবীদের বিক্ষোভ ও মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
ভার্চুয়াল পদ্ধতির পরিবর্তে নিয়মিত আদালত চালুর দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আইনজীবীরা।
দুপুরে কুড়িগ্রাম আইনজীবী সমিতি ভবনের সামনে জজ কোর্ট – ডিসি অফিস সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাড. সোলায়মান আলী, অ্যাডভোকেট সায়ের উদ্দিন, অ্যাড. মোখলেছুর রহমান, অ্যাড. সহিরুজ্জামান সাজু, অ্যাড প্রদীপ কুমার রায়সহ অন্যরা। বক্তারা বলেন, ভার্চুয়াল পদ্ধতিতে আদালত চলায় জেলার প্রায় দু’শতাধিক আইনজীবী কর্মহীন হয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি মেনে আদালত চালুর দাবি করেন তারা। এর আগে জজকোর্ট আদালত চত্বর থেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বর বিক্ষোভ মিছিল করেন মানব বন্ধনকারীরা।























