নিষেধাজ্ঞা অমান্য করায় ২৪ জেলে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভায়াশ্রমে মাছ শিকারের দায়ে ২৪ জেলেকে আটক করা হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৯টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন জানান, জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে ধনিয়া ও ইলিশা এলাকায় যৌথ অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা পুলিশ। আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।























