নিষিদ্ধ ঘোষিত পলিথিনের দোকানে ম্যাজিস্ট্রেটের হানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১৮৬৫ বার পড়া হয়েছে
ঢাকার সাভারের নামা বাজারে ৩ টি নিষিদ্ধ পলিথিন দোকানে অভিযান চালিয়ে ২৫শ বস্তা পলিথিন জব্দ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা
আজ সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে নামা বাজারে এ অভিযান চালান, পরিবেশ অধিদপ্তরের মেজিস্ট্রেট মো:রেজুয়ানুল ইসলাম।
এ সময় তিনি জানান, অভিযানে ৩টি দোকানে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১০হাজার, ২০হাজার ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যদি পরবর্তীতে দোকানগুলোতে একই ধরনের কার্যক্রম পরিচালিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুসারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরোও জানান, জব্দ কৃত ২৫০০ বস্তা পলিথিন সরকারি অনুমোদন আছে এমন প্রতিষ্ঠানের মাধ্যমে রিসাইকেল করার ব্যবস্থা করা হবে।












