নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত র্যাব : মহাপরিচালক
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
 - / ১৯৬৪ বার পড়া হয়েছে
 
র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত র্যাব।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র্যাব-নাইনের ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। র্যাব মহাপরিচালক জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধিনে থাকবে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। কমিশন যেভাবে পরিচালনা করবে, সেভাবে দায়িত্ব পালন করবে র্যাব।
তিনি বলেন, র্যাবের মূল দায়িত্ব হবে, সাধারণ মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে- সেই শৃঙ্খলা নিশ্চিত করা। এসময় আরো উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমসহ অনেকে।
																			
																		













