নির্বাচনের আগেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যায় : গয়েশ্বর রায়

- আপডেট সময় : ০২:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নির্বাচন পর্যন্ত অপেক্ষা নয়, চাইলে তার আগেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। সাংবিধানিক পদে থেকে সিইসি’র অসাংবিধানিক ও সন্ত্রাস উস্কে দেয়ার বক্তব্য নির্বাচনের দিন কেন্দ্র ফাঁকা করার ষড়যন্ত্র। তিনি সচেতনভাবেই সহিংসতা উষ্কে দিচ্ছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। রাজধানীতে এক সমাবেশে এ সব কথা বলেন তিনি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের শিষ্টাচার বহির্ভূত ও ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সামনে বিক্ষোভ সমাবেশ করে সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা মিছিল নিয়ে উপস্থিত হন। বক্তারা বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা। গয়েশ্বর রায় বলেন, এমনি এমনি সরকার পদত্যাগ করবেনা, তাদেরকে বাধ্য করতে হবে। মানুষ বিএনপি’র কথা শুনতে চায়না, অ্যাকশন দেখতে চায়।