নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপের তাগিদ ড. কামালের

- আপডেট সময় : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারকে সংলাপে বসার আহবান জানিয়েছেন, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বিরোধী দল-মতের ওপর ক্ষমতাসীনদের অসহনীয় দমন-পীড়নে দেশ আজ চরম সংকটে বলেও মত বর্ষিয়ান এই রাজনীতিবিদের। তিনি বলেন, এ কারণেই দেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে বিদেশী রাষ্ট্রগুলো। দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন ড. কামাল হোসেন। গণফোরামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবে আলোচনার আয়োজন করে দলটি।
নির্বাচন কমিশন পুনর্গঠন, সংবাদপত্রের স্বাধীনতা, বিরোধী দল-মতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ দলের ৬ দফা দাবী তুলে ধরতে আজকের এই আয়োজন। দলের সভাপতির পক্ষে থেকে তার বক্তব্য লিখিত আকারে জানান গনফোরামের সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান।
পরে সাংবাদিকদের অনুরোধে কথা বলেন ড. কালাম হোসেন। বর্ষীয়ান এই নেতা বলেন, সরকারের দমন-পীড়নের ফলে দেশ আজ চরম সংকটের মুখে। বলেন, নিরপেক্ষ নির্বাচনের জনগণের দাবি আদায়ই এখন প্রধান লক্ষ্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ভুলে গণতন্ত্র পুনরুদ্ধারে এক সাথে কাজ করার আহবান জানান ড. কালাম হোসেন।