নির্বাচনে সহিংসতায় নিহতদের মধ্যে ভোটকেন্দ্রে কেউ মারা যায়নিঃ নিক সচিব
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতায় নিহতদের মধ্যে ভোটকেন্দ্রে কেউ মারা যায়নি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার।
সন্ধ্যায় নির্বাচন ভবনে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনশেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ৮৩৪টি ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে উল্লেখ করে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এই ধাপের ৮৩৪টি ইউপি নির্বাচনে ৮ হাজার ৪০০ ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিলো। সেসব কেন্দ্রে ভোট বন্ধ করে দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। এসব কেন্দ্রগুলোতে পরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব।






















