নির্বাচনে জঙ্গি হামলার কোন আশঙ্কা নেই : আসাদুজ্জামান
																
								
							
                                - আপডেট সময় : ০৬:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
 - / ২১৩৩ বার পড়া হয়েছে
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিটিটিসির প্রধান আসাদুজ্জামান।তিনি বলেন,নির্বাচন কেন্দ্রীক নাশকতা মোকাবেলায় প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের অন্যতম নেতা ইমাদুল আমিনকে গ্রেফতারের পর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান সিটিটিসির প্রধান আসাদুজ্জামান।
সরকারের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর অনলাইন সম্মেলন করে হিজবুত তাহরীর। এই ধরণের সম্মেলন থেকে সমাজে নানা রকম বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে বলে বক্তব্য গোয়েন্দাদের। সেদিনের অনলাইন সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, হিজবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর রহমান ওরফে সিফাত এবং দ্বিতীয় দফায় বক্তব্য দেন ইমতিয়াজ সেলিম। তৌহিদকে ৬ ডিসেম্বর গ্রেফতার করে সিটিটিসি। তার দেয়া তথ্যের ভিত্তিতে, ইমতিয়াজ সেলিমকে গতকাল রাজধানী থেকে গ্রেফতার করে সিটিটিসি। সে বিষয়ে তথ্য জানাতেই আজকের সংবাদ সম্মেলন।
গ্রেফতার ইমতিয়াজ সেলিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে। ২০১০ সালে সে তার এক বন্ধুর মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরর যোগ দেয়। সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান জানান, দেশের প্রচলিত রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস না থাকায় সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করতে মেধাবীদের সদস্য বানানোর কাজ করতো। এস ময় আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, তবে নির্বাচন ঘিরে জঙ্গি হামলার কোন আশঙ্কা নেই।
																			
																		













