নির্বাচনে কারসাজি করতেই নির্বাচন কমিশন নিয়োগ আইন করেছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
নির্বাচনে কারসাজি করতেই নির্বাচন কমিশন নিয়োগ আইন করেছে সরকার, সার্চ কমিটি গঠনও তাদের ষড়যন্ত্রের অংশ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমদে।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকদলের অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এসময় রিজভী বলেন, গণতন্ত্রকে তালা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিকে হত্যা করেই চলেছে। নির্বাচন কমিশন আইন দিয়ে চলমান সংকট আরো বাড়বে। রিজভী আরও জানান, সার্চ কমিটির প্রধানমন্ত্রীর ইচ্ছের প্রতিফন ঘটাতে ইসি কমিশন আইন করা হয়েছে।