নির্বাচনে কারচুপি করতে আওয়ামী লীগ ইভিএমে ভোট করতে চায় : টুকু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নির্বাচনে কারচুপি করতে আওয়ামী লীগ ইভিএমে ভোট করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ
টুকু। রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সকালে চাঁদপুর জেলা বিএনপি’র উদ্যোগে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে গণমাধ্যমকে ইকবাল হাসান টুকু বলেন, নির্বাচন কমিশন যদি স্বাধীন হয় তবে আওয়ামী লীগ কি করে শতভাগ ইভিএম এর ভোটের কথা বলে। তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে বলেও জানান বিএনপি’র সর্বোচ্চ ফোরামের এই নেতা।