নির্বাচনী মহাসমাবেশে চট্টগ্রামবাসীকে নতুন বার্তা দেবেন তারেক রহমান
- আপডেট সময় : ০৬:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ১৬১৪ বার পড়া হয়েছে
নির্বাচনী মহাসমাবেশে চট্টগ্রামবাসীকে নতুন বার্তা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থানীয় নেতারা বলছেন, রোববার পলোগ্রাউন্ড মাঠের জনসভা হতে পারে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ।ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে।
২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেন তারেক রহমান। সেসময় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে আসছেন। পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পলোগ্রাউন্ড মাঠে মঞ্চ তৈরি শেষ। শেষ মূহুর্তের প্রস্তুতি তদারকি করছেন দলের নেতাকর্মীরা। বক্তব্য শোনার জন্য উদগ্রীব হয়ে আছেন বলে জানালেন নেতারা।
বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে কীভাবে ঢেলে সাজাবেন, তারেক রহমান তার বক্তব্যে সে ধরনের পরিকল্পনা জানাতে পারেন বলে মনে করছেন চট্টগ্রামের সিটি মেয়র।
এছাড়া নগরীর একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশগ্রহণ করার কথা রয়েছে তারেক রহমানের।



















