নির্বাচনী প্রতীক পেলেন কুমিল্লা সিটির মেয়র প্রার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীক পেলেন মেয়র প্রার্থীরা। শুক্রবার শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরপর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন নৌকা প্রতীক। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়িতে নির্বাচন করবেন। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক এবং হরিণ প্রতীক বরাদ্দ স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুলের জন্য। ইসলামী আন্দোলনের প্রার্থী রাশেদুল ইসলামকে হাতপাখায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। কুসিকের ভোটের মাঠে পাঁচজন মেয়র প্রার্থী রয়েছেন। আগামী১৩ জুন পর্যন্ত চলবে প্রচারণা। ভোট ১৫ জুন।















