নির্বাচনী প্রচারে সরগরম রাজধানী
- আপডেট সময় : ১০:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আনুষ্ঠানিক প্রচার শুরুর পাঁচদিনে রাজধানীতে নির্বাচনী উৎসব বিরাজ করছে। ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট চাইছেন তারা। দলটির শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন নির্বাচনি জনসভায়। ভবিষ্যৎ উন্নয়নের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের সশরীরে জনসভা ও পথসভা করায় সংশ্লিষ্ট এলাকায় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা।
ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন। রাজধানী হওয়ার ঢাকার সংসদীয় আসনগুলো নিজেদের দখলে রাখতে মরিয়া রাজনৈতিক দলগুলো। এই জন্য দলগুলো চালাচ্ছে সর্বোচ্চ নির্বাচনী প্রচারণা। দিচ্ছে নানা প্রতিশ্রুতি।
এরই ধারাবাহিকতা পঞ্চম দিনের মতো ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিলি করেন নির্বাচনী লিফলেট, নির্বাচিত হলে ভোটারদের কাছে এলাকায় উন্নয়নে দেন নানা প্রতিশ্রুতি।
এদিকে, ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত আরেক প্রার্থী এম এ কাইয়ুম সকাল থেকে শুরু করেন নির্বাচনী প্রচারণায। উঠান বৈঠকসহ লিফলেট বিতরণ করেন তিনি ।
উত্তরা, দক্ষিনখান উত্তরখান সহ পাঁচটি থানা নিয়ে গঠিত ঢাকা ১৮ আসনেও বিরাজ করছে নির্বাচনী আমেজ। এ আসনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
মাদক কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ এলাকার উন্নয়নে দিচ্ছেন প্রতিশ্রুতি।
তবে বিএনপির প্রার্থীরা বলছেন, জয় পরাজয় যাই হোক না কেনো আধুনিক শহর নির্মাণে সবাই নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন তারা।


















