নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না করতে এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না করতে এমপি-মন্ত্রী ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় ভারতসহ বিভিন্ন দেশে স্থানীয় সরকার নির্বাচনে এমপি-মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও নির্বাচনী প্রচারণায় অংশ নেয়, জানিয়ে দেশের নির্বাচন বিধিমালার কঠোর সমালোচনা করেন তিনি। সকালে রাজধানীর এলেনবাড়িতে সড়ক ও জনপথ অধিদপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর এলেনবাড়ির সড়ক ও জনপথ অধিদপ্তরের ভবনের প্রবেশ মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে আনুষ্ঠানিক সংবাদ বিফ্রিংয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রচারণায় অংশ নেয়া না নেয়া নিয়ে বিএনপি ও নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী নির্বাচনী বিধিমালা মেনে চলতে এমপি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদপ্তর নানা কর্মসূচি নিলেও সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফেরানো তাদের শীর্ষ এজেন্ডা বলেও জানান ওবায়দুল কাদের।