নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস । জনরায় যাই হোক না কেন তা মেনে নেবেন বলেও জানান তিনি। এদিকে সুষ্ঠু নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পাবেন বলেও আশা প্রকাশ করেছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন । আর ইভিএমে ভোট নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন মিলন ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনী উৎসবে সকাল থেকেই টান টান উত্তেজনা ছিলো সাধারণ ভোটারদের মধ্যে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যদিয়ে দিনভর চলে ভোট গ্রহণ। ভোট শুরু হওয়ার সাথেই বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রাজধানীর গোপীবাগ আরকে মিশন রোডে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় গণমাধ্যমকর্মীদের কাছে কেন্দ্র দখল ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন তিনি।
সহধর্মিণীকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় ভোটের পরিবেশ সুষ্ঠু দাবি করে তিনি বলেন, কোন কেন্দ্র থেকেই বিএনপির এজেন্ট বের করা হয়নি। সিংক: শেখ ফজলে নুর তাপস, মেয়র প্রার্থী, আওয়ামী লীগ , ঢাকা দক্ষিণ সিটি।
এদিকে, বেলা ১০ টায় ভোট দেয়া শেষে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, ইভিএম পদ্ধতিতে অনেকেই ঠিকমত ভোট দিতে পারেনি। পাল্টা পাল্টি অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়।















