নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আন্তর্জাতিকভাবে অনেকেই জড়িত : শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ২০১৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হলে, লন্ডনে বসে আগুন দেয়ারর হুকুমদাতাকে ধরে এনে বিচার করা হবে। তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আন্তর্জাতিকভাবে অনেকে জড়িত।
সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ হাসিন। বিএনপির মধ্যে কোনো মনুষ্যত্ব নেই উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি ক্ষমতায় থেকে টাকা লুটপাট করে বিদেশে পাঠায়। আর মানুষের ভাগ্য পরিবর্তনে সবসময় কাজ করে আওয়ামী লীগ। বিএনপি নেতাদের চক্রান্তের সমুচিত জবাব ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে দেয়া হবে বলেও জানান শেখ হাসিনা।দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও গোপালগঞ্জবাসীর কাছে নৌকায় ভোট চান তিনি।














