নির্বাচন বানচাল করার জন্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে : রিজভী

- আপডেট সময় : ০৮:০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করার জন্য সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যেকোনো অপচেষ্টা সফল হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সম্প্রতি দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নি কান্ডের ঘটনা ঘটছে। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা নিয়ে জনমনে প্রশ্ন উটে এই অগ্নি কান্ডের ঘটনা কি? নিছক দুর্ঘটনা। নাকি নাশকতার অংশ?
বিএনপির সিনিয়র নেতারা এসব অগ্নিকান্ডের ঘটনাকে দুর্ঘটনা মানতে নারাজ। তাদের সন্দেহ, দেশে অস্থিরতা সৃষ্টি জন্য কোন কোন গোষ্ঠী এসব অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িত থাকতে পারে।
গুলাশানে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, জুলাই যোদ্ধা বা সংগঠনকে সম্মানের চোখে দেখে বিএনপি।
নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশ একটা পুতুল সরকার বসিয়ে রাখতে চায়।