নির্বাচন নিয়ে জাতিসংঘের কাছে নালিশ দিয়ে বিএনপির কোন লাভ হবে না : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৯:২০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
নির্বাচন নিয়ে জাতিসংঘের কাছে নালিশ দিয়ে বিএনপির কোন লাভ হবেনা। কারণ সালিশ করার এখতিয়ার তাদের নেই। স্বাধীন নির্বাচন কমিশনের অধিনেই সুষ্ঠু নির্বাচন হবে, আর আওয়ামী লীগ রুটিন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে মিরপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কাদের আরও বলেন, বিএনপি গণবিরোধী রাজনীতি করে বলেই রমজান মাসে তারা কর্মসূচির পরিকল্পনা করেছে।
তারা আগুন নিয়ে নাশকতার সাথে জড়িত অভিযোগ করে বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন তাই সাধারণ মানুষ আর তাদের চায়না। বিএনপি নির্বাচনে না আসলে জোর করা হবেনা তবে, বাধা দিতে চাইলে তা প্রতিহত করবে আওয়ামী লীগ।
দেশের নির্বাচন কমিশন এখন স্বাধীন তাই সরকারের অধিনেই সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনে সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে আওয়ামী লীগ।