নির্বাচন ঘিরে জ্বা’লাও পো’ড়াও করলে, বিএনপিকে ছাড় দেবে না জনগণ: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৯৫৬ বার পড়া হয়েছে
লুটেরাদের হাতে দেশের শাসনভার যাতে আর না যায়, সে জন্য প্রবাসীদের সহযোগিতা ও ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি এ সব কথা বলেন। নির্বাচন সামনে রেখে আবার জ্বালাও পোড়াও করলে, জনগণ বিএনপিকে ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা।
ব্রিকস সম্মেলন উপলক্ষে দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনায়, রেডিসান হোটেল থেকে ভার্চুয়ারি যোগ দেন প্রধানমন্ত্রী।
দেশের অগ্রগতির চিত্রা তুলে ধরে তিনি বলেন, উন্নয়নের অদম্য গতি যাতে ব্যাহত না হয়, সেজন্য প্রবাসীদের সতর্ক থাকতে হবে। ।
সরকার প্রধান বলেন, নৌকা দেশের স্বাধীনতা দিয়েছে, অর্থনৈতিক স্বচ্ছলতা দিয়েছে। আর অন্যরা করেছে লুটপাট ও দুর্নীতি।
বিএনপির নতুন করে সন্ত্রাস ও অরাজকতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে জ্বালাও পোড়াও করলে, জনগণ ছাড় দেবে না।
এক সময় দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশ, আওয়ামী লীগ সরকারের অক্লান্ত পরিশ্রমে বিশ্ব এখন ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।