নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী দায়িত্ব পালন করবে পুলিশ : আইজিপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ২০৪৮ বার পড়া হয়েছে
নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের অসহযোগিতা নিয়ে নির্বাচন কমিশনের কোন পর্যবেক্ষণ থাকলে সে অনুযায়ী ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সকালে বিভাগীয় পুলিশ হাসপাতালের সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে। তবে মাদকের বিষয়ে পরিবারকেও সচেতন হতে হবে। এর আগে আইজিপি সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা বিশিষ্ট নতুন ব্যারাক ভবন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।