নির্বাচন কমিশন নিয়োগে ৩২৯ নাম প্রস্তাব
- আপডেট সময় : ০৯:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন নিয়োগে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায়ে ৩২৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই দফা বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিশিষ্টজনরা জানান, সরকারের সুবিধাভোগীর তালিকা থেকে কাউকে ইসিতে নেয়া যাবে না। বিতর্কমুক্ত ও স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিদের গুরুত্ব দিতে হবে।
নির্বাচন কমিশন নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে শনিবার সার্চ কমিটির সাথে বিশিষ্টজনদের সাথে দুই দফা বৈঠক হয়। সুপ্রিম কোর্টের কনফারেন্স লাউঞ্জে প্রথম দফায় ১৪ বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
বৈঠক শেষে বিশিষ্টজনরা বলেন, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত ব্যক্তি নেয়া যাবে না বলে সার্চ কমিটিকে জানিয়েছেন তারা।
নির্বাচনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে বাছাই করা ব্যক্তিদের নাম প্রকাশেরও দাবি জানান তারা।
পরে, ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে হয় দ্বিতীয় দফা বৈঠক। এসময় গণমাধ্যম ব্যক্তিরা জানান, সৎ, নিষ্ঠাবান ও যোগ্য ব্যক্তিদেরই এই গুরু দায়িত্ব পাওয়া উচিৎ।
দুই দফা বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে ৩২৯ জনের নাম পেয়েছে সার্চ কমিটি।
রবিবার বিকেলে আরো ২০ বিশিষ্টজনদের সাথে বৈঠক করবে সার্চ কমিটি। যাচাই-বাছাই শেষে নামের তালিকা রাষ্টপতির কাছে পাঠানো হবে।










