নির্বাচন কমিশন নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করে : পুলিশ মহাপরিদর্শক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৯৪৯ বার পড়া হয়েছে
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচন কমিশন নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করে। নির্বাচনকালে কমিশন পুলিশকে যে দায়িত্ব অর্পণ করবে তা সর্বোচ্চ সক্ষমতায় পালন করা হবে।
দুপুরে বরিশাল পুলিশ লাইন্স মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর জঙ্গীবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স রয়েছে সে নীতিতে পুলিশ বাহিনী সকল দায়িত্ব পালন করছে। এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ। দেশের যেখানেই জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে সেখানেই পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বরিশালের ডিআইজি জামিল হাসান ও পুলিশ কমিশনার সাইফুল ইসলামসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।