নির্বাচন কমিশন নিয়োগ বিল সংসদে উঠছে কাল

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন নিয়োগ বিল সংসদে উঠছে কাল। বিলটি সংসদে তোলার জন্য ওই দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বিলটি তোলার পর বিধি অনুযায়ী তা আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হবে। জানা গেছে, সংসদীয় কমিটির রিপোর্টের জন্য সময় খুব কম দেয়া হবে। যত দ্রুত সম্ভব বিলটি পাস করা হবে। এটি পাস হলেই নতুন নির্বাচন কমিশন নিয়োগ করা হবে। গত সোমবার প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ৫০ বছর। একইসঙ্গে কোনও গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, বেসরকারি বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।