নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে সাড়া দেয়ার পরামর্শ হানিফের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
মিথ্যাচার বন্ধ করে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে সাড়া দেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলার মুখ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক পদ্ধতিকেই অনুসরণ করছে বলে উল্লেখ করেন মাহবুব উল আলম হানিফ। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর তাদের মতামতে সার্চ কমিটি গঠন হবে। তাদের দেওয়া নাম যাচাই-বাছাইয়ের পরই গঠন করা হবে নির্বাচন কমিশন। এছাড়া, নির্বাচন কমিশন গঠনে এর আগে বিএনপি’র পদ্ধতিরও সমালোচনা করেন আওয়ামী লীগের এই নেতা।