নির্বাচন কমিশন গঠনে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
 - / ১৬০৯ বার পড়া হয়েছে
 
নির্বাচন কমিশন গঠনে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ দলগুলোর সঙ্গে বৈঠক করবেন।
সংসদে প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে প্রথম আলোচনা হওয়ার কথা রয়েছে।আলোচনা হবে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩১টি দলের সঙ্গে । খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ জন্য বঙ্গভবনে একদিনে একাধিক দলের সঙ্গে বৈঠক হতে পারে। রাষ্ট্রপতির প্রেসসচিব এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারীতে শেষ হচ্ছে নির্বাচন কমিশনের মেয়াদ।
																			
																		












