নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাবিত আইনটি পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা

- আপডেট সময় : ০১:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাবিত আইনটি পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সকালে জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার। এর আগে দুইদিন বিরতির পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হয় অধিবেশন। গত রোববার আইনমন্ত্রী আনিসুল হক নির্বাচন কমিশন গঠন আইন বিলটি সংসদে উত্থাপনের পর অধিকতর পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিলের দু’টি ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া সংসদে সংশ্লিষ্ট কমিটির রিপোর্ট উত্থাপন করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।