নির্বাচন কমিশন আ’লীগের নির্বাচনী পোস্টবক্স হিসেবে কাজ করছে : রিজভী

- আপডেট সময় : ০৭:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচনী পোস্টবক্স হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, গত শনিবার দ্বিতীয় ধাপের ৬০ পৌরসভা নির্বাচনে আগের মতোই ব্যাপক সহিংসতা, রক্তপাত ও ভোট ডাকাতি করেছে ক্ষমতাসীনরা। সর্বত্র চর দখলের মতো কেন্দ্র দখল করেছে। ভোট কারসাজির ডিজিটাল মেশিন- ইভিএম দিয়ে প্রকাশ্যে কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, দেশের জনগণ জানে, আওয়ামী লীগ আমলে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে জনগণের ভোটে হারজিত নির্ধারিত হয় না– হারজিত নির্ধারিত হয় গণভবনে। নির্বাচন কমিশন স্রেফ আওয়ামী লীগের নির্বাচনী পোস্টবক্স। তাদের কাজ আওয়ামী লীগের হাইকমান্ড থেকে পাঠানো বিজয়ীদের তালিকা প্রকাশ করা। এ খেলার মাস্টার মাইন্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর মাঠে খেলোয়াড় হিসেবে কাহজ করছে পুলিশ প্রশাসন। নির্লজ্জ রেফারি নির্বাচন কমিশন এখানে সরকারের হাতের পুতুল বলেও সংবাদ সম্মেলনে জানান রুহুল কবির রিজভী।