নির্বাচন উপলক্ষে ক্যাসিনো, মাদকসহ বিভিন্ন অপরাধীদের ছাড়া হচ্ছে : গণতন্ত্র মঞ্চের সমাবেশে বক্তারা

- আপডেট সময় : ০৮:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ক্যাসিনো, জুয়া, মাদক ব্যবসাসহ জঘন্য অপরাধে জড়িত অপরাধীদের ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল– জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। আর, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, সরকার গুন্ডা, মাস্তানদের দিয়ে জনগণকে ভয় দেখিয়ে দমন–পীড়ন করে রাখতে চায়। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচিতে এসব অভিযোগ করেন তারা।
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
সমাবেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন নয় বরং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে দেশ বিক্রির নীতি নিয়েছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র মঞ্চের লড়াই চলবে, সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবে জনগণ।
সরকারের অন্যায় ও অর্বিচারের বিরুদ্ধে লড়াইয়ে জিততে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান জে এসডি সভাপতি
আ স ম আব্দুর রব।
পরে, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তায় গণতন্ত্র মঞ্চের পদযাত্রা প্রেসক্লাব -কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়।