নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ ছাড়পত্র না পেলে অনুমোদন হিসেবে ধরে নিতে হবে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পেলে তাকে অনুমোদন হিসেবে ধরে নেবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সময়মতো চলমান সব উন্নয়ন প্রকল্প শেষ করার জন্য আবারো তাগিদ দিয়েছেন তিনি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খিচুড়ি খাওয়ানোর মিড-ডে মিল প্রকল্প বাতিল করেছে একনেক। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক এর সভা। সরকারে ৫৮ তম এবং অর্থবছরের ২৫তম ও শেষ সভায় গণভবণ থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অনুমোদনের জন্য মোট ১০ টি প্রকল্প উত্থাপিত হলে অনুমোদন দেয়া হয় ৫ হাজার ২৩৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ের নয়টি প্রকল্প।
বৈঠক শেষে প্রকল্পগুলোর বিস্তারিত এবং প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সম্পর্কে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য ধরে রাখতে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে-মিল হিসেবে খিচুড়ি রান্নার প্রকল্প আপাতত বাতিল করেছে একনেক।
পরিকল্পনামন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয়ের সিংহভাগই আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে ।